১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২
Esteem Soft Limited 16-Aug-2022 Last Updated: 16-08-2022 06:23 AM
সুধী,
আসসালামু আলাইকুম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে নিউ মডেল ডিগ্রি কলেজ কর্তৃক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৪ আগস্ট রবিবার বেলা ১১.০০ টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম আফজালুর রহমান বাবু । উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ও কলাবাগান থানা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নজরুল ইসলাম সাধু এবং করেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের শিল্প বিষয়ক সম্পাদক জনাব নজিবুর রহমান নিপু। নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু হত্যাকান্ড; এবং পরবর্তী বাংলাদেশ’ শীষক আলোচনা সভা সূচারু রুপে সম্পন্ন হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা। এর হত্যাকান্ড শুধু বঙ্গবন্ধু কে থামিয়ে দেয়ার জন্য নয়, তারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দেয়ার জন্য ঘটায়। তারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার বিভিন্ন দেশের য়ড়যন্ত্রে ইতিহাসের এ জঘন্য ঘটনা ঘটায়। যে বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য এত ত্যাগ, এতো জেল-জুলুম সহ্য করলেন, দুখী বাংলার, দুখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতার ডাক দিলেন, যার নেতৃত্বে বাংলাদেশ নামক ভূখন্ডটি সার্বভৌমত্ব লাভ করেছে। সামনের দিনগুলোতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দেয়ার অঙ্গীকার করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনী অনুসরণ করে স্বাধীন সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।