আচার-আচরণ
ক. কলেজে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শালীন, ভদ্র ও মার্জিতভাবে চলতে হবে। ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ক্লাস, সেমিনার, লাইব্রেরিতে নীরবতা ও শৃঙ্খলা একান্তভাবে কাম্য।
খ. শিক্ষকদের সাথে আচরণ ভদ্র,শালীন ও মার্জিত হতে হবে।
গ. কলেজের যাবতীয় সম্পদ পবিত্র আমানত মনে করতে হবে। কলেজের টুল, টেবিল বেঞ্চ, দেয়াল ও কলেজ প্রাঙ্গণ যেন পরিস্কার-পরিচ্ছন্ন থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। দেয়াল অপরিচ্ছন্ন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
ঘ. ক্লাস চলাকালে বারান্দায় অযথা আড্ডা দেয়া, ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘœতা সৃষ্টি করা এবং নিয়ম-শৃঙ্খলা বহিভূর্ত কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।