preloader_image

                                            আচার-আচরণ

ক. কলেজে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শালীন, ভদ্র ও মার্জিতভাবে চলতে হবে। ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ক্লাস, সেমিনার, লাইব্রেরিতে নীরবতা ও শৃঙ্খলা একান্তভাবে কাম্য।

খ. শিক্ষকদের সাথে আচরণ ভদ্র,শালীন ও মার্জিত হতে হবে।

গ. কলেজের যাবতীয় সম্পদ পবিত্র আমানত মনে করতে হবে। কলেজের টুল, টেবিল বেঞ্চ, দেয়াল ও কলেজ প্রাঙ্গণ যেন পরিস্কার-পরিচ্ছন্ন থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। দেয়াল অপরিচ্ছন্ন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ঘ. ক্লাস চলাকালে বারান্দায় অযথা আড্ডা দেয়া, ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘœতা সৃষ্টি করা এবং নিয়ম-শৃঙ্খলা বহিভূর্ত কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Contact Us

অনুসন্ধান ও যোগাযোগ :
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ,  বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।


Web: www.newmodelcollege.edu.bd
E-mail: infonmdc@gmail.com or principalnmdc@gmail.com
Facebook page: nmdcedu