শিক্ষার মাধ্যম
পাঠদান ও পাঠগ্রহণ প্রক্রিয়ায় ভাষা বা শিক্ষার মাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর গুণগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাতৃভাষায় পাঠদানের পাশাপাশি ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ করা প্রয়োজন। এ বিষয়টি বিবেচনায় রেখে নিউ মডেল ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ছাত্র-ছাত্রীরা যাতে ইংরেজি পরিভাষাগুলো রপ্ত করে বিদেশী বইয়ের সহযোগিতা নিতে পারে, সেজন্য কলেজ লাইব্রেরীতে প্রয়োজনীয় বিষয়সমূহের বিদেশী বই সহজলভ্য করা হয়েছে।