বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটর :
যে সব বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে সে সব বিষয় বা বিভাগে একাডেমিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগে রোটেশন (Rotation) পদ্ধতিতে একজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি বিবিএ, এমবিএ (প্রফেশনাল), সিএসই (প্রফেশনাল), ট্যুরিজম এÐ হসপিটালিটি ম্যানেজমেন্ট (প্রফেশনাল) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সেও একই পদ্ধতিতে একজন শিক্ষককে কো-অর্ডিনেটরের দায়িত্ব দেয়া হয়। অনার্স ও মাস্টার্স কোর্সের সার্বিক মানোন্নয়নে উপাধ্যক্ষ নিয়োজিত আছেন।