preloader_image

সভাপতির বাণী

 

প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম তালুকদার

সভাপতি, গভর্নিং বডি

নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা।

আসসালামু আলাইকুম

শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন করে। এ মহৎ উপলদ্ধি থেকে ঢাকাস্থ নিউ মডেল ডিগ্রি কলেজ ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ব্যাপি সুনামের সাথে প্রতিষ্ঠানটি উচ্চ শিক্ষা বিকাশে অবদান রেখে চলেছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণি হতে মাস্টার্স পর্যন্ত কলেজটিতে প্রায় ৭০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজটিতে রয়েছে আধুনিক ও প্রযুক্তিগত সকল সুযোগ-সুবিধা এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। আগামী দিনগুলোতে এ প্রতিষ্ঠানটি আরো বৃহৎ পরিসরে একাডেমিক কার্যক্রম এবং গুনগত শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 

আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করছি।