preloader_image

                                            পরীক্ষা পদ্ধতি


অত্র কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির কোর্স দু’টি সিমেস্টারে এবং দ্বাদশ শ্রেণির কোর্স দু’টি সিমেস্টারের ভিত্তিতে সমাপ্ত করা হয়। প্রতি সিমেস্টার শেষে একটি করে সিমেস্টার পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রতি সিমেস্টারে ক্লাস চলাকালে প্রতি বিষয়ে দু’টি করে ক্লাস টেস্ট ও প্রয়োজনীয় সংখ্যক মাসিক পরীক্ষা নেয়া হয়। বোর্ডের নিয়ম অনুযায়ী সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি অনুসৃত হয় এমন বিষয়ের ক্ষেত্রে প্রশ্ন সংখ্যা ও নম্বর বন্টন বোর্ডের নির্দেশ অনুযায়ী করা হয়।

Contact Us

অনুসন্ধান ও যোগাযোগ :
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ,  বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।


Web: www.newmodelcollege.edu.bd
E-mail: infonmdc@gmail.com or principalnmdc@gmail.com
Facebook page: nmdcedu