preloader_image

                                            নিউ মডেল ডিগ্রি কলেজ সাংস্কৃতিক সংঘ 

সহশিক্ষা কার্যক্রমে সাংস্কৃতিক চেতনা ও চর্চাকে সামনে রেখে ১৭ মার্চ ২০১০ “নিউ মডেল ডিগ্রি কলেজ সাংস্কৃতিক সংঘ” এর পথচলা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা, দেশজ ঐতিহ্য ও জাতীয়তাবোধের প্রতি শিক্ষার্থীদের অনুরাগী করে তোলার ক্ষেত্রে এবং ছাত্র-শিক্ষক বন্ধুসূলভ সম্পর্ক সৃষ্টিতে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয়তার বিমূর্ত প্রতীক হিসেবে বিভিন্ন দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও বিজয় দিবস, ১লা বৈশাখ, জাতীয় শোক দিবস, রবীন্দ্র-নজরুল জয়ন্তী, নবীনবরণ প্রভৃতিতে এ সংঘ বিভিন্ন সৃষ্টিশীল কর্মসূচী পালন করে চলেছে। পাশাপাশি সংগঠনটি প্রস্ফুটন’ ও ‘নবদিগন্ত নামে দুটি দেয়ালিকা প্রকাশ করছে। সৃজনশীল ও পারস্পরিক সহযোগিতায় আগ্রহী শিক্ষার্থীরাই এ সংঘের সদস্যপদ লাভের যোগ্য। 
 

Contact Us

অনুসন্ধান ও যোগাযোগ :
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ,  বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।


Web: www.newmodelcollege.edu.bd
E-mail: infonmdc@gmail.com or principalnmdc@gmail.com
Facebook page: nmdcedu