preloader_image

History of

New Model Degree College

উচ্চ শিক্ষার লক্ষ্যে নিউ মডেল ডিগ্রি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর রোড ও  লেক সংলগ্ন রাসেল স্কয়ার, শুক্রাবাদ, ঢাকা-১২০৭-এ মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। কলেজে ৬০ জন নিয়মিত শিক্ষক ও বেশ কয়েক জন খন্ডকালিন শিক্ষক মানসম্মত শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন।  শিক্ষকগণ  সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। নিউ মডেল ডিগ্রি কলেজ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় শ্বিবিদ্যালয়ের অধিভূক্ত। এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), বিবিএ (অনার্স)- হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং; বিএ (অনার্স)- ইংরেজী; বিএসএস (অনার্স)- সমাজকর্ম, বিবিএ (প্রফেশনাল) এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন কোর্সে পাঠদান করা হয়। এ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুযায়ী গঠিত গভর্ণিং বডি দ্বারা পরিচালিত। গভর্ণিং বডি কলেজ সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারন করে কলেজ পরিচালনা করে থাকেন।

Contact Us

অনুসন্ধান ও যোগাযোগ :
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ,  বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।


Web: www.newmodelcollege.edu.bd
E-mail: infonmdc@gmail.com or principalnmdc@gmail.com
Facebook page: nmdcedu