preloader_image

অধ্যক্ষের বাণী

প্রফেসর এ.বি.এম. বেলাল হোসেন ভূঁঞা

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা-১২০৭

আসসালামু আলাইকুম

ঐতিহ্যবাহী নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র ধানমন্ডি ৩২ নম্বর ও রাসেল স্কয়ার সংলগ্ন মিরপুর রোডের পূর্বপার্শ্বে এক মনোরম পরিবেশে অবস্থিত। এর সূচনাই স্নাতক শ্রেণি দিয়ে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাশাপাশি ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ইংরেজি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স এবং বাংলা, গণিত, রসায়ন ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও প্রফেশনাল কোর্স বিবিএ, এমবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সিএসই এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে পাঠদান করা হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তিনির্ভর শ্রেণি কক্ষের পাশাপাশি সমগ্র কলেজ ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতাধীন এবং Wi-Fi সুবিধাযুক্ত। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং আলোকিত মানুষ তৈরিতে আন্তরিকভাবে সচেষ্ট। ছাত্র-শিক্ষক পারস্পারিক সম্পর্ক, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, সহনশীলতা, সহযোগিতা, সম্প্রতি সবমিলিয়ে কলেজটির সার্বিক পরিবেশ শিক্ষা বিস্তারের পাশাপাশি উন্নত জীবন গঠনেও বিশেষ উপযোগী। সর্বোপরি রাজনীতি ও ধুমপানমুক্ত সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।