Tution & Other Fee
কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত বেতন ও ফিস প্রতি মাসের ৭ ও ১০ তারিখে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। বিলম্বের জন্য ৫০/- টাকা জরিমানা প্রদান করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া তিন বা তার বেশি দিনের অনুপস্থিতিতে প্রতি দিনের জন্য ৫০/- টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের বেতন ও অন্যান্য ফি
SN | Item Name | Fees |
---|---|---|
ক. | মাসিক বেতন | ১,২০০/- |
খ. | একাদশ শ্রেণিতে ভর্তির সময় এককালীন দেয় বিভিন্ন ফি সহ : ব্যবসায় শিক্ষা মানবিক বিজ্ঞান শাখা |
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি নিধারণ করা হয়। |
গ. | দ্বাদশ শ্রেণির সেশন ফি ব্যবসায় শিক্ষা মানবিক বিজ্ঞান শাখা |
৮,০০০/- ৮,০০০/- ৮,০০০/- |
ঘ. | কলেজ সিমেস্টার পরীক্ষা, শ্রেণি পরীক্ষার ফিস | (যথাসময়ে ধার্যকৃত) |
বিশেষ দ্রষ্ট্রব্য: বাৎসরিক প্রদেয় ফি পরবর্তী বর্ষে প্রমোশন পাওয়ার পর সেশন ফি হিসাবে দিতে হবে।