ইউনিফর্ম
নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের পোশাকের ধরন ও পরিচয়পত্র কলেজ কর্র্তৃক নির্ধারিত রয়েছে। ক্লাস করা, পরীক্ষা দেয়া বা যেকোন কাজে কলেজ ক্যাম্পাসে অবস্থান করলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীকে কলেজ ড্রেস পরে থাকা বাধ্যতামূলক। তাছাড়া কলেজ ড্রেস পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
ক. ছাত্রদের ড্রেস
উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রদের জন্য সাদা সার্ট (পকেটে নির্ধারিত কলেজ মনোগ্রাম), কালো প্যান্ট, কালো সু (জুতা) ও কলেজ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।
খ. ছাত্রীদের ড্রেস
উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রীদের সাদা রং এর সালোয়ার, কামিজ ও ওড়না বাধ্যতামূলক। কামিজের হাতায় কলেজের নির্ধারিত মনোগ্রাম যুক্ত থাকবে এবং কলেজ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।