নিয়ম-শৃঙ্খলা বিধি
নিউ মডেল ডিগ্রি কলেজের লক্ষ্য হলো জাতিকে শিক্ষিত, সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া। শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য হলো সুশৃঙ্খলভাবে মানসিক (Mental) ও আধ্যাত্মিক (Spiritual) সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। এক্ষেত্রে মানুষের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক প্রতিভার যথার্থ স্কুরণ ঘটানোর জন্য সার্বিক শৃঙ্খলা হচ্ছে একটি আবশ্যকীয় পূর্বশর্ত। সার্বিক শৃঙ্খলা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজ নির্ধারিত নিম্নলিখিত কতকগুলো বিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলতে হয়: