preloader_image

                                            নিয়ম-শৃঙ্খলা বিধি

নিউ মডেল ডিগ্রি কলেজের লক্ষ্য হলো জাতিকে শিক্ষিত, সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া। শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য হলো সুশৃঙ্খলভাবে মানসিক (Mental) ও আধ্যাত্মিক (Spiritual) সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। এক্ষেত্রে মানুষের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক প্রতিভার যথার্থ স্কুরণ ঘটানোর জন্য সার্বিক শৃঙ্খলা হচ্ছে একটি আবশ্যকীয় পূর্বশর্ত। সার্বিক শৃঙ্খলা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজ নির্ধারিত নিম্নলিখিত কতকগুলো বিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলতে হয়:

Contact Us

অনুসন্ধান ও যোগাযোগ :
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ,  বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।


Web: www.newmodelcollege.edu.bd
E-mail: infonmdc@gmail.com or principalnmdc@gmail.com
Facebook page: nmdcedu